রংপুর ব্যুরো :
আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দোয়া ও সমর্থন প্রার্থী সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রংপুর মহানগরের সভাপতি আতাউর জামান বাবু রংপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার রাত ৮টার দিকে রিপোর্টার্স ক্লাব রংপুর কার্যালয়ে সাংবাদিকদের সাথে তাঁর মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে রংপুরের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা রংপুরের পুত্রবধূ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের উন্নয়ন নিয়ে সবসময়ই চিন্তা করেন। আমাদের প্রধানমন্ত্রী রংপুরকে এগিয়ে নিচ্ছেন। তিনি রংপুরকে সবসময় দেওয়ার চেষ্টাই করেন কিন্তু আমরা নিতে জানি না। এখানে উন্নয়ন নিয়ে আসার মত তেমন নেতা গড়ে ওঠেনি বলেই রংপুরবাসী অনেকাংশে পিছিয়ে। রংপুরের উন্নয়নের টাকা প্রধানমন্ত্রীর কাছে ফেরত যায় এর চেয়ে লজ্জা আর নেই।
বাসযোগ্য নগরী গড়ার প্রত্যয়ে এবং পরিবর্তনের অঙ্গিকার করে তিনি বলেন, আমি মেয়র হলে এ সিটি করপোরেশনকে বাংলাদেশের উন্নত সিটি করপোরেশনের দৃষ্টান্ত গড়ে তুলবো। এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টিসহ জীবনযাত্রার মান এবং সার্বিক উন্নয়ন ঘটাবো ইনশাআল্লাহ। এজন্য রংপুরের সকল সাংবাদিকদের সহযোগিতা কামনাসহ সিটি করপোরেশন বাসীর দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।
এসময় একাত্তর টিভির রংপুর বিভাগীয় প্রতিনিধি ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ আক্ষেপ প্রকাশ করে বলেন, আমরা অনেক সংগ্রাম করে টিকে আছি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ অন্যায়ের প্রতিবাদ করার কারণে বিভিন্ন সময়ে মিথ্যা মামলা ও হয়রানির শিকার হয়েছি, যা আজও চলমান রয়েছে। আমরা সবসময় অন্যায়ের বিপক্ষে অবস্থান করি এবং রংপুরের উন্নয়ন প্রত্যাশা করি।
মতবিনিময়ে রিপোর্টার্স ক্লাব রংপুর কার্যালয়ে ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।