মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরে করোনা মোকাবিলায় সাংবাদিকদের উপহার স্বরূপ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদিসহ বিভিন্ন সামগ্রী প্রদান করেছে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় সাংবাদিক ছাড়াও হকার, দিনমজুর, শ্রমিক এবং প্রয়াত সাংবাদিকদের পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়। উপহার সামগ্রী প্রদানকালে ৬৬ পদাতিক ডিভিশনের ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ের অধিনায়ক লে. কর্নেল মো. তারিকুল আলম বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া অদৃশ্য করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ যুদ্ধে চিকিৎসকের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সংবাদকর্মীরা। তারা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদের মাধ্যমে জনগণকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকতে উদ্বুদ্ধ করছে, মানুষকে সচেতন করছে। ইতোমধ্যে অনেক সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের সামান্য উপহার দিয়ে আমরা তাদের পাশে থাকতে চাই। সামাজিক দূরত্ব মেনে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংবাদ সংগ্রহে করোনা ঝুঁকি রোধে সুরক্ষা সরঞ্জামাদি হিসেবে ফেস মাস্ক, পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়। এসময় রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সরকারসহ সেনাবাহিনীর ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।