মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : সর্বাত্মক লকডাউনের ৫ম দিন রোববার রংপুর মহানগরীতে সড়কে যানবাহন ও বাজারে মানুষের উপস্থিতি লক্ষ করার মতো। তবে পুলিশ চেক পোস্ট বসিয়ে লকডাউন নিশ্চিতে চেস্টা করছে। রিকশা, অটো রিকশা সাইকেল ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন প্রবেশ করেছে নগরীতে, সাথে মানুষজনও। সকাল ৮ টা থেকেই যানবাহন ও মানুষের চলাচল নিয়ন্ত্রণে ব্যাপক তৎপরতা চালায় মেট্রোপলিটন পুলিশ। নগরীর ১২ টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবহান ও পথচারীদের জেরার মুখে ফেলেন। জরুরি প্রয়োজন ছাড়া যারা বের হয়েছেন তাদের ফিরিয়ে দিয়েছেন। অন্যদিকে নগরীর সিটি বাজারে দেখাগেছে বিপুল পরিমাণ মানুষকে নিত্যপণ্য কেনাকাটা করতে। বিশেষ করে বাজারের পাইকারী এলাকাসহ মাছ, গোশত, কাঁচাবাজার ও ফলের গলিতে মানুষকে দেখা যায় গা ঘেঁষে ঘেঁষে কেনাকাটা করতে। সেখানে স্বাস্থ্যবিধধির কোন বালাই নেই। স্বাস্থ্যবিধি মানানোর মতো পর্যাপ্ত ব্যবস্থাপনাও নেই।
এ ব্যাপারে মেট্রোপলিটন পুলিশ বলেছেন, আমরা চেকপোস্ট বসিয়ে সকাল থেকে লকডাউন নিশ্চিতে যানবাহন ও মানুষের চলাচল নিয়ন্ত্রণের চেস্টা করছি। জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই আমরা এ্যালাও করছি না।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।