মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর:
রংপুরের সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নে ফেসবুক গ্রুপের মাধ্যমে গঠিত ঐক্য পরিষদ এর উদ্যোগে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় আড়াই শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল শুক্রবার গ্রুপের এডমিন, মডারেটর ও সদস্যরা ওয়ার্ডভিত্তিক এ কার্যক্রম দিনব্যাপী পরিচালনা করেন।
ঐক্য পরিষদ ৪ নং সদ্যপুষ্করিনী ইউনিয়ন গ্রুপটি খুব অল্প সময়ে গঠন করা হলেও নানাভাবে সামাজিক উন্নয়নে অবদান রাখছেন তারা। এবারে গ্রুপটির শীতবস্ত্র বিতরণের এ আয়োজন অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর কিঞ্চিৎ প্রয়াস মাত্র। গ্রুপের এডমিন মহিববুর রহমান স্যামুয়েল, মাহাবুবুল আজীম শিপন ও আল-মেহেদী জানান, আমরা ফেসবুক গ্রুপের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এই কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি অসহায়দের পাশে থাকতে ইচ্ছুক। আসন্ন শীতে স্বল্প পরিসরে হলেও আগামীতে সামাজিক উন্নয়নে অসহায়, হতদরিদ্রদের নিয়ে গ্রুপটির এমন কাজ অব্যাহত থাকবে বলেও অবগত করেন তিনি ।
গ্রুপের মূল উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ৪নং সদ্যপুষ্করিনী ইউনিয়ন এর যুব সমাজকে একত্রিত করে জুয়া, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক ব্যাধি ও সামাজিক কুসংস্কার দুরীকরণে জনসচেতনতা ও মানবিক উন্নয়নের সার্বিক সেবা কার্যক্রম পরিচালনা করা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।