মোঃ সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর:
মঙ্গলবার (১২নভেম্বর): র্যাব-১৩ রংপুর এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল অস্ত্র ও মাদকসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
অভিযুক্ত ব্যক্তি আরপিএমপি তাজহাট থানাধীন ১৫ নং ওয়ার্ডের আশরতপুর গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (আমিনুল ডন) বলে জানা গেছে।
সুত্র মতে র্যাব-১৩, রংপুর সিপিএসসি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন ১৫ নং ওয়ার্ডের ঘাঘট পাড়া শুটকির মোড়স্থ আলিফ ছাত্রাবাসের সামনে থেকে ১টি পাইপ গান, ২রাউন্ড কার্তুজ, ৫০বোতল ফেন্সিডিল, ১০০পিস ইয়াবা ট্যাবলেট ও কিছু নগদ অর্থসহ ওই সন্ত্রাসীকে গ্রেফতার করে। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
সিপিএসসি র্যাব-১৩ রংপুরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আমিনুল ইসলাম ওরফে ডন মোটরসাইকেলে অত্যন্ত সুকৌশলে কাঁচা বাজার ভর্তি একটি ব্যাগে অস্ত্র,গুলি,ইয়াবা সহ ফেন্সিডিল বহন করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, সে রংপুর অঞ্চলে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এছাড়াও তার বিরুদ্ধে প্রায় অর্ধডজন এর অধিক মামলা রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।