মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০ টায় রংপুর নগরীর সুরভী উদ্যানে মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত নামফলকে শ্রদ্ধা জানিয়েছেন প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও সিটি করপোরেশনসহ বিভিন্ন সংগঠন দিবসটিতে নানা আয়োজনে পালন করছে। ধারাবাহিকভাবে বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুইয়া, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, ডিসি আসিব আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মধুসুদন রায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের উদ্দেশ্যে সশস্ত্র সালাম নিবেদন করেন তারা। বিহগলে বেজে উঠে করুণ সুর।
শ্রদ্ধা নিবেদন শেষে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুইয়া জানান, দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতেই বিজয় দিবসের পূর্বে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। কিন্তু উন্নয়ন অগ্রযাত্রা থেমে থাকে নি, বরং দ্রুত এগিয়ে যাচ্ছে দেশ। সবাই মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবো আমরা। অন্যদিকে রংপুর সিটি করপোরেশনের পক্ষে প্যানেল মেয়র টিটুর নেতৃত্বে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন নগরীতে আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।