মোঃ সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি, রংপুর:
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যা পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালি জাতিকে মেধাশুন্য করবার লক্ষে বুদ্ধিজীবীদের নিধন বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। জাতি যখন বিজয়ের দ্বারপ্রান্তে ঠিক তখনই পাকিস্তানি হানাদার বাহিনী সুপরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে হত্যা করে। ইতিহাসের এ জঘন্যতম হত্যাকান্ডে এই দিনটিতে বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদগণ হত্যাযজ্ঞের শিকার হন। তাই জাতির সূর্য্যসন্তানদের স্্মরণে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে রংপুরসহ দেশব্যাপী নানা কর্মসূচী গৃহিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ ১৪ ডিসেম্বর শনিবার ৮ টায় দিবসটি স্মরণে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিক অধিকার আন্দোলন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার আন্দোলন এর আহবায়ক পলাশ কান্তি নাগ,সদস্য সুমন রায়,সবুজ হাসান সাগর,আব্দুল জব্বার, নিপীড়ন বিরোধী নারীমঞ্চের আহবায়ক নন্দিনী দাস প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সকল শহিদদের মাগফেরাত কামনাসহ তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবীদের অপূরিত স্বপ্ন পূরণে শোষণমুক্ত, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার আহবান জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।