মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : কঠোর লকডাউনের অংশ হিসেবে রংপুর নগরের প্রবেশপথসহ পাড়া-মহল্লার মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি চলছে। এ কারণে ১জুন বৃহস্পতিবার সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল ছিল খুবই সীমিত। দোকানপাট বন্ধ, সড়ক প্রায় ফাঁকা। গাড়ি নিয়ে বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। সকাল থেকে নগরের বিভিন্ন স্থানে পুলিশ কঠোর অবস্থানে আছে। তবে জরুরি প্রয়োজনে সড়কে কিছু লোকজন চলাচল করতে দেখা গেছে। সড়কে সাইকেল, রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলছে। তবে পাড়া-মহল্লার অধিকাংশ সড়কে লোকজনের আনাগোনা কম চোখে পড়ে। নগরের সাতমাথা, বাহার কাছনা, শালবন, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, মেডিকেল মোড়, কাচারি বাজার, জিলা স্কুল মোড়, লালবাগ, পার্ক মোড়, মডার্ন মোড়সহ বিভিন্ন এলাকায় পুলিশের তল্লাশিচৌকি ও শক্ত অবস্থান দেখা গেছে। এসব স্থানে দায়িত্বরত পুলিশের সদস্যরা যানবাহন চলাচলে বাধা দিচ্ছেন ও বাইরে বের হওয়া মানুষদের সচেতন করছেন।
নগরের টাউন হল এলাকায় কথা হয় প্যাডেলচালিত রিকশাচালক মনারুলের সঙ্গে। তিনি বলেন, আমরা দুইজন মানুষ দুইটা বাচ্ছা,সাথে আমার মা। বাড়িত পাঁচজন খাওয়াইয়া, ঘরে কোনো খাবার নাই,এভাবে লকডাইন থাকলে ‘খামু কী? তাই রিকশা নিয়া বের হইছি। ।
নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আলতাব হোসেন বলেন, জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়ি কিংবা মানুষ চলাচলে কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রয়োজনে বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসানো হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।