

ক্রাইম পেট্রোল ডেস্ক : রংপুরে ৪ মণ গাঁজা ও ২শ’৪৫ বোতল ফেন্সিডিলসহ চার মাদক ব্যকসায়ীকে আটক করেছে র্যাব-১৩। বৃহস্পতিবার ভোরে জেলার পীরগঞ্জ ও কাউনিয়া উপজেলায় অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য ও ব্যবসায়ীদের আটক করা হয়।
বৃহস্পতিবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন রংপুর র্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস।
তিনি জানান, গোপনে খবর পেয়ে রংপুর র্যাব-১৩ বৃহস্পতিবার ভোরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি কাভার্ডভ্যানে তল্লাশি করে বিশেষ পদ্ধতিতে রক্ষিত ৯৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মো. সুজন মিয়া (২১) মো. আরিফ হোসেনকে (২৬) গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে রংপুরের কাউনিয়া উপজেলার চন্ডিপুর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. আবুল হোসেনকে (৫০) গ্রেফতার করা হয়। এ সময় তার বসত বাড়ির সামনের উঠানে রক্ষিত ট্রাকের বডিতে বিশেষ পদ্ধতিতে ফিটিং অবস্থায় স্টিল ট্রাংকে রক্ষিত ৫৯ কেজি গাঁজা এবং ২৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, দুইটি পৃথক অভিযানে এক নারী মোট ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে ১৫৭ কেজি গাঁজা ও ২৪৫ বোতল ফেনসিডিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার চারজন অপরাধ স্বীকার করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।