মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
রংপুরে যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলন না করায় ৬টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষ্যে আজ রোববার দুপুরে রংপুর জেলা প্রশাসনের জাতীয় পতাকা পরিদর্শন দল নগরীর বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। এ সময় যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলন না করায় লাজফার্মা, পপুলার-১, আপডেট ক্লিনিক, সেন্ট্রাল হাসপাতাল, ল্যাবএইড ক্লিনিক ও সেবা প্যাথলজিক্যাল সেন্টারকে মামলাসহ মোট ২৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে মৌখিকভাবে সতর্ক করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।