মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনে রংপুরে শুরু হয়েছে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ। রংপুর জেলা ক্রীড়া সংস্থা এই লীগের আয়োজন করেছে।
আজ ১৯ জানুয়ারি রোববার দুপুরে ক্রিকেট গার্ডেনে বেলুন উড়িয়ে ক্রিকেট লীগের উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক (ডিসি) আসিব আহসান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহসান হাবিব বলেন, বঙ্গবন্ধুর প্রতি আমাদের সম্মান ভালোবাসা উজাড় করে দিতে হবে। তার আদর্শে এ দেশকে ভালোবাসতে হবে। দেশের জন্য ভাবতে হবে। আমরা সব দিক থেকে উন্নত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে চাই এবং সে লক্ষে সামনে অগ্রসর হচ্ছি।
আগামীতে রংপুরে ক্রিকেট ও ফুটবল খেলার আয়োজন আরো বাড়ানো হবে বলেও জানান তিনি।
রংপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লাবলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিসিবি পরিচালক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদ, ক্রীড়া সংগঠক আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ।
জানা গেছে, ১৩টি দল নিয়ে এবার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ শুরু হয়েছে। উদ্বোধনী দিনের খেলায় পৌর প্রতিরক্ষা ক্লাব ও রাউফুন বসুনিয়া স্মৃতি ক্রিকেট ক্লাব অংশ নেয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।