মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি,রংপুর:
রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ (মুজিববর্ষ) উপলক্ষে প্রাইম মেডিক্যাল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় সপ্তাহব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের পতাকা, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক এমপি, প্রাইম মেডিক্যাল কলেজের নির্বাহী পরিচালক ও সনিক প্রাইম গ্রুপের চেয়ারম্যান প্রফেসর মোঃ আক্কাছ আলী সরকার।আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ইনডোর গেমস টেবিল টেনিস ও কেরাম এর উদ্বোধন করা হয়। পরে প্রাইম মেডিক্যাল কলেজ রংপুরের অডিটরিয়ামে সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যে প্রফেসর মোঃ আক্কাছ আলী সরকার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ও নতুন প্রজন্মের চ্যালেঞ্জ বাস্তবায়নে এগিয়ে যাওয়ার প্রেরণা। তিনি আমাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সোনার বাংলা গড়তে হলে তোমরা যারা চিকিৎসক হওয়ার জন্য পড়তে এসেছো তোমাদের পড়ালেখার পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষের জন্য খেলাধুলার প্রয়োজন রয়েছে। তাই খেলাধুলা নিয়ম করে করতে হবে। এসময় শিক্ষার্থীদের আদর্শ চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে মানুষের সেবা করার মানসিকতা পোষণ করার আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের আহবায়ক ও প্রাইম মেডিক্যাল কলেজ রংপুরের অধ্যক্ষ প্রফেসর নুর ইসলাম, প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম এ ওহাব চৌধুরী, ডিরেক্টর জেনারেল ডাঃ মোস্তাফিজুর রহমান, পরিচালক ডাঃ আব্দুল কাদের খান, প্রাইম মেডিকেল কলেজ রংপুরের প্রফেসর ডাঃ পরিমল চন্দ্র সরকার, প্রফেসর ডাঃ ইসরারুল বারী, প্রফেসর ডাঃ আফজালুর রহমান, প্রফেসর ডাঃ আব্দুস সাত্তার, সহযোগি অধ্যাপক ডাঃ ফেরদৌস রহমান পলাশসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক এবং কর্মকর্তাগণ। মুজিববর্ষে উৎসর্গকৃত প্রাইম মেডিকেল কলেজ রংপুরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ আগামী ৭ ফেব্রুয়ারি শেষ হবে। সপ্তাহব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আউটডোর ও ইনডোর ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, কেরামসহ নাচ-গান, হামদ-নাতসহ কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।