মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর: রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা আজ ২৩ ফেব্রুয়ারি রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় জেলা প্রশাসক আসিব আহসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সৈয়দ এনামুল কবীর, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টাস) আব্দুল্লাহ আল ফারুকসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সাহিত্য-সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়। সেই সাথে মুজিববর্ষ উপলক্ষে সপ্তাহব্যাপী বইমেলার আয়োজনের উদ্যোগ নেয়া হয়। রংপুর জিলা স্কুল মাঠে সপ্তাহব্যাপী বইমেলা ১৭ মার্চ বিকেলে উদ্বোধন হবে এবং ২৩ মার্চ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।