মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের ফতেপুর ভুরারঘাট বাজার এলাকা থেকে জহিরুল ইসলাম ভোলা (৬৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার সকালে বাজারের পাশ্ববর্তী একটি কচুক্ষেত থেকে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, জহুরুল ইসলাম ভোলা দিনে ভ্যান চালাতেন আর রাতে ভুরারঘাট বাজারের ফরহাদ হোসেনের ধানের গোডাউন পাহারা দিতেন। কিন্তু শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার মরদেহ পাশ্ববর্তী কচুক্ষেতে ফেলে যায়। পরে শনিবার সকালে এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
গোডাউন মালিক ফরহাদ হোসেন জানান, তার গোডাউনে ধান ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল ছিল। দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশে তার গলাকেটে হত্যা করেছে। এছাড়াও গোডাউনে রাখা নগদ ১০লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। আমি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে রংপুর সদর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।