মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি,রংপুর : বর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহারসহ খাজনা-খারিজে অহেতুক হয়রানি ও দুর্নীতির সাথে জড়িত সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা- কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানবন্ধন সমাবেশপুর্বক জেলাপ্রশাসক রংপুর বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের নেতাকর্মীরা। সোমবার দুপুরে স্থানীয় কাচারি বাজার চত্বরে এ মানবন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও স্মারকলিপিতে বলা হয়, রংপুর সিটি কর্পোরেশনের বেশিরভাগ জমি কৃষিজমি। এখানকার গরীব, মধ্যবিত্ত ও অসহায় সর্বসাধারণ জমি সংক্রান্ত অভিযোগগুলোতে সঠিক পরিসেবা পায় না। খারিজের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত ফি'র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করাসহ ভূমি অফিসে জনগণকে ব্যাপক হয়রানি করা হয়। প্রতি খারিজে পিয়ন ও দালালদেরকে ৬ থেকে ১২ হাজার টাকা দিতে হয়। এ সম্পর্কে তফসিলদাররা অবগত থাকেন, পাশাপাশি অফিসের কর্মচারীরা দালালের দ্বারা পরিচালিত হয়ে থাকেন। খাজনা আদায়কালে সামান্য অজুহাতে জমির মালিকদের দিনের-পর-দিন ঘুরতে হয় এবং দাখিলায় উল্লেখিত খাজনার চেয়ে অনেক বেশি টাকা আদায় করা হয়। ২৫ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ থাকলেও তা মানা হচ্ছেনা। জমির মালিক ও অসহায় কৃষকরা এই সব অন্যায়ের প্রতিবাদ করলে ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের অশোভনীয় আচরণের শিকার হতে হয় বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা দাবি করে বলেন, জনগণকে দুর্নীতি ও হয়রানির হাত থেকে রক্ষা করতে বর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহার করতে হবে। খাজনা আদায়ে এক দিনের বেশি কালক্ষেপণ ও দাখিলায় উল্লেখিত খাজনার অতিরিক্ত টাকা গ্রহণ বন্ধ করতে হবে। এ সকল ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়কারীদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা গ্রহণসহ খারিজ সংক্রান্ত সেবা সরকার ঘোষিত সময়েই দিতে হবে। অন্যথায় রংপুরের অসহায় মানুষকে সাথে নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে হুঁশিয়ারী দেন বক্তারা। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক সংগঠন রংপুর জেলা শাখার সভাপতি কমরেড আনোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আহসানুল আরেফিন টিটু, সদস্য আব্দুস সামাদ, শফিকুল ইসলামসহ স্থানীয় কৃষকরা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।