মো: সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন বুড়িরহাটগামী সড়কের উপর আনন্দলোক অনার্স কলেজের গেটের সামনে হতে অটোভ্যানে রক্ষিত ভূট্টার বস্তা তল্লাশী কালে ভূট্টার বস্তার ভিতর হতে ৪০ বোতল ফেন্সিডিল জব্দসহ ২ জনকে আটক করেছে আরপিএমপি’র গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গতকাল ৪ জুলাই শনিবার রাত্র আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম এর নির্দেশনায় গোয়েন্দা শাখা (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার মো: আবু মারুফ হোসেন এর তত্ত্ববধানে অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আলতাফ হোসেন, ইন্সপেক্টর মোঃ ফিরোজ হোসেন, এসআই বাবু, এসআই মোরশেদসহ সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন।
আটকৃত ভূট্টার মালিক লালমনিরহাটের কালিগঞ্জ থানাধীন চাপার হাট,খামারভাতি এলাকার গসর উদ্দিনের ছেলে মোঃ বাবলু মিয়া (৫২) এবং অটোভ্যান চালক একই থানার রুদ্রেশ্বর এলাকার মৃতঃ আকবর আলীর পুত্র মোঃ মমিনুল (২৩) বলে জানা গেছে।
আটকদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, পূর্বেও অভিনব কায়দায় ভূট্টা ও বাদামের বস্তার ভেতরে তারা ফেনসিডিলের পাচার করেছে। মাদক ব্যবসায়ীদের সাথে বড় কোন চক্র জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
এ বিষয়ে কোতয়ালী থানায় মাদক দ্রব্য আইনের মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।