মো. সাইফুল্লাহ্ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরে ধীরে ধীরে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্যবিধির বালাই না থাকায় বেড়েছে মাস্কবিহীন চলাফেরা। এতে বেড়েই চলেছে করোনার সংক্রমণ ঝুঁকি। রংপুর জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৭৫ জনে। এদিকে করোনার সংক্রমণ ঝুঁকি রোধ ও দ্বিতীয় ধাপ মোকাবেলায় নানা প্রস্তুতি নিয়েছে রংপুর জেলা প্রশাসন। বিশেষ করে করোনা প্রতিরোধে প্রধান হাতিয়ার মাস্ক ব্যবহারে সচেতনতার পাশপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মুখে মাস্ক না থাকলে করা হচ্ছে জেল-জরিমানা। সবখানে মাস্ক পরিধানে সচেতনতা বৃদ্ধিসহ সরকারি নির্দেশনা অমান্যকারীদের ব্যাপারে কঠোর হচ্ছে জেলা প্রশাসন। গেল দুইদিনে রংপুর নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মুখে মাস্ক না থাকায় অর্ধশত জনকে জরিমানা করার পাশাপাশি কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ব্যাপারে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, ভ্র্যামমাণ আদালত পরিচালনা করে মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। একই সঙ্গে মাস্ক না পরার অপরাধে অনেককে জেল-জরিমানাও করা হয়েছে। জনসাধারণ যেন মাস্ক পরিধান করে সে লক্ষ্যে আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি।
তিনি আরও বলেন, করোনায় দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এখন বাধ্যতামূলকভাবে হাটে-বাজারে ও জনসমাগম হয় এমন স্থানে মাস্ক ব্যবহার করতে হবে। অন্যথায় পরিস্থিতি আবারও ভয়াবহের দিকে যেতে পারে।
রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার জানান, বর্তমানে এ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৭৫ জনে পৌঁছেছে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৬৪ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫২ জনের। রংপুর বিভাগের আট জেলায় মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে দিনাজপুরে। এ জেলায় ৩ হাজার ৭৬৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮৬ জনের। এরপরই রয়েছে বিভাগীয় শহর রংপুর। আর পুরো বিভাগে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৬০ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছে ১২ হাজার ১৯২ জন, মারা গেছে ২৩৯ জন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।