রংপুর ব্যুরো :
রংপুরের কাউনিয়া উপজেলায় বিয়ের অনুষ্ঠান বা'নচাল করতে কনের বাড়িতে হা'মলার ঘটনা ঘটেছে। এতে কনের দাদা-দাদি ও দুই চাচাসহ আটজন আ'হত হয়েছেন। এদের মধ্যে চারজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে কনের পরিবারটি। শুক্রবার উপজেলার সারাই ইউনিয়নের মদামুদন গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হারাগাছ মেট্রোপলিটন থানার মদামুদন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে (কনে) স্কুলে যাওয়া-আসার সময় প্রায়ই উত্ত্যক্ত ও প্রেম নিবেদন করত স্থানীয় আব্দুর রাজ্জাক মেম্বারের ছেলে এরশাদ মিয়া। বিষয়টি জানতে পেরে ওই মেয়েকে দেড় মাস আগে একই উপজেলার বেইলি ব্রিজ পূর্ব চান্দঘাট এলাকার এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দেয় পরিবার। শুক্রবার কনের বাড়িতে বিয়ে পরবর্তী অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। সকাল ১০টায় এরশাদ ও তার সহযোগীরা এসে দেশীয় অ'স্ত্র দিয়ে বাড়ি-ঘরে কো'পানোসহ ভা'ঙচুর চালায়। পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের ওপর হা'মলা চালানো হয়।
কনের নানা বলেন, নাতনিকে বিয়ে করতে না পেরে প্রভাবশালী রাজ্জাক মেম্বারের ছেলে এরশাদ তাকে অ'পহরণের উদ্দেশ্যে বাড়িতে এসেছিল। বাধা দিলে হা'মলা চালায় তারা। বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি, কিন্তু পুলিশ এসে দুই পরিবারের সঙ্গে কথা বলে চলে গেছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনার পর বরপক্ষের লোকজন ভয়ে অনুষ্ঠানে আসেনি।
তবে এরশাদ মিয়া দাবি করেন, ওই ছাত্রীর পরিবার তাদের ওপর অতর্কিত হা'মলা চালিয়েছে। এতে তাদের পক্ষের লোকজনও আ'হত হয়েছে। এ বিষয়ে তারা মামলার প্রস্তুতিও নিচ্ছেন।
হারাগাছ মেট্রোপলিটন থানার ওসি রেজাউল করিম বলেন, ঘটনাটি দু'পক্ষ মৌখিকভাবে জানিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।