মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
‘ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রংপুরেও বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ মে) সকাল সাড়ে ৬টায় রংপুর শহরের রাধাবল্লভস্থ কোয়ান্টাম ফাউন্ডেশনের সভাকক্ষে ৪০ মিনিটের বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শামীমা পারভীনের সঞ্চালনায় শুভেচ্ছা অডিও বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারী। বক্তব্যে শুদ্ধাচার বই প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা, মেডিটেশন সম্পর্কে ধারণা প্রদান করেন। পরে কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদ আল বোখারী মহাজাতক সংক্ষিপ্ত অডিও আলোচনা ও মেডিটেশন পরিচালনা করেন।
একই সঙ্গে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ ও সরকারি বেগম রোকেয়া কলেজে দিবসটি উদযাপন করা হয়। এ সময় কোয়ান্টাম ফাউন্ডেশন সদস্য ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে বিকাল তিনটায় বাংলাদেশ শিশু একাডেমী রংপুর জেলা কার্যালয়ে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, রংপুরসহ দেশের আটটি বিভাগে একই সময়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।