মো. সাইফুল্লাহ খাঁন,জেলাপ্রতিনিধি, রংপুর : পরিবেশের জন্য ক্ষতিকর পলিব্যাগ পণ্যে ব্যবহার করায় রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকার বিভিন্ন চালের গুদামে অভিযান চালিয়ে জরিমানা করেছে জেলা প্রশাসন রংপুরের মোবাইল কোর্ট।
আজ ৭ জানুয়ারি জেলা প্রশাসন রংপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা’র নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে পাট অধিদপ্তর ও মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করেন। এসময় পরিবেশের জন্য ক্ষতিকর ও সরকারিভাবে নিষিদ্ধ পলিব্যাগ মোড়ক হিসেবে ব্যবহার করায় প্রায় ৬টি চাল গুদামের মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো- জয়নাল ট্রেডার্স, ফারুক ট্রেডার্স, ফিরোজ ট্রেডার্স, আনসার ট্রেডার্স, মোখলেস ট্রেডার্স ও তাজুল ট্রেডার্স।
রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, পণ্যের ব্যবহার নিশ্চিত করতে জেলার সকল উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।