মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরে সরকারি ওষুধ পাচার করার সময় ৭ জনকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ। আটকরা হলেন, সিভিল সার্জন কার্যালয়ের পিয়ন জামান (৫৩), পীরগাছা উপজেলার খন্দকার আব্দুস সালাম (৫৫), মাহিগঞ্জ এলাকার আব্দুর রহমান (৪৫), হাশেম রেজা (৪২), কমল চন্দ্র রায় (৪১), ধীরেন চন্দ্র বর্মন (৩৪) ও দীপাল চন্দ্র বর্মন (৩০)।
২১জুলাই মঙ্গলবার দুপুরে মাহিগঞ্জ থানায় মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকি ইবনু মিনান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার নগরীর মাহিগঞ্জ দেওয়ানটুলি থেকে আব্দুর রহমানকে বিপুল পরিমাণ সরকারি ওষুধসহ গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মাহিগঞ্জ থেকে ফার্মেসীর মালিক হাশেম ও কমল এবং রঘুবাজার থেকে ধীরেন ও দীপালকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকেও বিপুল পরিমাণ বিনামূল্যে বিতরণযোগ্য সরকারি ওষুধ উদ্ধার করা হয়। গ্রেফতারদের কাছ থেকে ২৮ প্রকারের ২ লক্ষাধিক টাকার বিনামূল্যের সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। সেইসাথে গ্রেফতারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।