মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর নগরীর করণজাই ব্রিজের সামনের একটি বিদ্যুতের খুঁটির তারে আটকা পড়া এক অজ্ঞাত পরিচয় যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে ওই যুবক তারে আটকা পড়ে ঝুলে ছিল। সোমবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের টার্মিনাল রোডস্থ করণজাই ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার যুবকের নাম পরিচয় জানা যায় নি। ১১ হাজার ভোল্টেজের তারে আটকা পড়ে ওই যুবকের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। কখন, কীভাবে যুবকটি বিদ্যুতের খুঁটিতে উঠে তারে আটকা পড়েছে, তা নিশ্চিত হওয়া যায় নি।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পান। বাইরে বের হয়ে বিদ্যুতের খুঁটিতে আগুন দেখেন। কাছে গিয়ে তারে আটকা পড়া এক যুবককে দেখে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জামাদি ও উদ্ধার কর্মীরা আসতে দেরি হওয়ায় মৃত্যু যন্ত্রণায় দেড় ঘণ্টার বেশি সময় তারে ঝুলে থাকতে হয় ওই যুবককে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় যুবককে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। কীভাবে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম শামসুজ্জোহা।
তিনি বলেন, জীবিত অবস্থায় অজ্ঞাত পরিচয়ের ওই যুবককে উদ্ধার করা হয়েছে। শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।