মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর >> হেফাজতে ইসলামের বিক্ষোভে গুলি করে মানুষ হত্যার প্রতিবাদে রংপুর মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড় সড়কে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে দলটি। এসময় নগরীর গ্র্যান্ড হোটেল মোড় অফিস থেকে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়কে উঠতে চাইলে এতে বাধা দেয় পুলিশ। এসময় সেখানে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। পরে পুলিশি বাধার মুখে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইচ আহমেদ, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, সাধারণ সম্পাদক লিটন পারভেজ, জেলা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান হিজবুল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরকার পুলিশ দিয়ে গুলি করে হত্যাযজ্ঞ চালিয়েছে। এর মাধ্যমে আওয়ামী লীগের প্রকৃত রূপ দেশবাসীর কাছে উন্মোচন হয়ে গেছে। দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে সরকারদলীয় সংগঠন ও পুলিশ বাহিনী হামলা চালিয়েছে। অবিলম্বে সরকারের পদত্যাগ না করলে গণ অভ্যুত্থানের মাধ্যমে অবৈধ সরকারকে ক্ষমতা থেকে সরানো হবে। সমাবেশে রংপুর মহানগর বিএনপির নেতারা ছাড়াও সহযোগী সংগঠন এবং ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।