মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ রংপর জেলার এক জরুরি বৈঠক জেলা কার্যালয়ে গতকাল দুপুর ১২টায় দলের জেলা আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জেলা সদস্য সচিব মমিনুল ইসলাম, সদস্য সাদেক হোসেন, মিজানুর রহমান, মাজেদুল ইসলাম দুলালসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ, গত ১৭ এপ্রিল ২০২১ চট্টগ্রাম বাঁশখালিতে এস.আলম গ্রুপের মালিকানাধীন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের ১০ ঘন্টা কাজ নয় ৮ ঘন্টা কাজের দাবি, বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ ১২ দফা দাবির ভিত্তিতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের নির্বিচারে গুলি করায় ৫ জন নিহত শ্রমিকের জীবনের আয়ের সমান ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা-উপযুক্ত ক্ষতিপূরণ, শ্রমিকদের ১২ দফা দাবি বাস্তবায়ন ও বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে শ্রমিক হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৮ এপ্রিল সকাল ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে মানবন্ধন-সমাবেশের কর্মসূচি পালনের শুরুতেই পুলিশ বাধা দেওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এ ছাড়া কমরেড কুদ্দুস রংপুরে সকল কর্মহীন শ্রমজীবীদের আর্মি রেটে রেশন, নগদ ৫০০০ টাকা ও করোনাকালে সকলের বিনামূল্যে চিকিৎসার দাবি জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।