মোঃ সাইফুল্লাহ খাঁন, রংপুর জেলা প্রতিনিধি :
সামাজিক ন্যায্যতা-সমতা প্রতিষ্ঠা, তিস্তা চুক্তি সম্পাদন, ফসলের ন্যায্য মূল্য ও ক্ষেত মজুরদের অধিকার আদায়সহ মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন অসাম্প্রদায়িক আধুনিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষে রংপুরে জেলা সম্মেলন করেছে বাংলাদেশ ওয়ার্কাস পার্টি।
গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টায় রংপুর টাউন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ওয়ার্কাস পার্টি, রংপুর জেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা ফজলে হোসেন বাদশা, সদস্য পলিট ব্যুরো মাহমুদুল হাসান মানিক, রংপুর জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হক্কানীসহ জেলা- উপজেলা নেতৃবৃন্দ।
দেশের প্রতি বাংলাদেশ ওয়ার্কাস পার্টির অবদানসমুহ উল্লেকপুর্বক ক্ষমতাসীন সরকারের উন্নয়ন নিয়ে আলোচনা করেন বিশেষ অতিথি মাহমুদুল হাসান মানিক। তিনি বলেন, ২০২৩ সালের নির্বাচনে আমরা ১৪ দলে থাকি অথবা না থাকি হাতুড়ি প্রতিক নিয়ে নির্বাচন করবই। এ জন্য নেতা কর্মীদের একটু বেশী সচেতন হতে পরামর্শ দেন।
কর্মীদের উদ্যেশ্যে তিনি বলেন, আমরা অন্য সব দলের থেকে সম্পুর্ণ আলাদা, আমরা খেটে খাওয়া দিন মজুর, কৃষক থেকে শুরু করে দেশের অবহেলিত,বঞ্চিত সকল শ্রেণি পেশার জনগণের পক্ষে সংগ্রাম করি তাই দেশের সর্বস্তরের জনসাধারণের কাছে বাংলাদেশ ওয়ার্কাস পার্টি সুপরিচিত।
নজরুল ইসলাম হক্কানী বলেন, আমরা সমাজতান্ত্রিক চেতনায় বিশ্বাসী। আমরা অন্যায় ,অবিচার ও জুলুমের প্রতিবাদ করি। বাংলাদেশ ওয়ার্কাস পার্টি ভিন্নমতের প্রতি শ্রদ্ধা পোষণ করে মার্কস ও লেলিনবাদী আদর্শে সমাজতান্ত্রিক রাষ্ট্র কায়েমের লক্ষে কাজ করে যাচ্ছে। এছাড়াও জঙ্গিবাদ, সন্ত্রাস,দুর্নীতি শিক্ষায় বাণিজ্যিকীকরণ, মালিক ও শ্রমিকদের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে বরাবরই সবার আগে আমরাই। পাশাপাশি অতিসম্প্রতি ঘটে যাওয়া ক্যাসিনো কেলেঙ্কারি ও হত্যাকান্ডগুলো নিয়ে এ সম্মেলনে গুরুত্বপুর্ণ আলোচলা করেন তিনি। সমাজতান্ত্রিক চেতনায় দেশ ও জাতিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আগামী নির্বাচনের জন্য নেতা- কর্মীদের মধ্যে ঐক্য গড়ে তোলার আহবান জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।