মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরের বদরগঞ্জের এক নিভৃত পল্লীর বাঁশঝাড় থেকে আয়মনা বেগম (৩০) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ সজিনা গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বরকতপুর ডাঙ্গাপাড়া এলাকার আবেদ আলীর মেয়ে আয়মনা বেগম ঈদের আগে একই এলাকায় তার নানীর বাড়িতে বেড়াতে আসেন। শনিবার সকালে বাড়ি থেকে সামান্য দূরে একটি বাঁশঝাড়ের ভেতরে একটি সজিনা গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাঁটু গাড়া অবস্থায় একটি সজিনা গাছের ডাল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এলাকাবাসীর অভিযোগ, নিহত আয়মনা বেগমের ঝুলন্ত লাশের পাশে তার মোবাইল ফোন ও একটি ওড়না পড়ে ছিল। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে। মুখ দিয়ে রক্ত পড়ার চিহ্ন আছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সিফাত ই রাব্বান।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানিয়েছেন, আয়মনার মৃত্যুর বিষয়টি সন্দেহজনক। এটি হত্যা না আত্মহত্যা তা জানতে লাশের ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।