মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
রংপুরে বজ্রপাতে সাবেক ইউপি মেম্বারসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর ১৫ নং ওয়ার্ডের দর্শনা দূর্গাপুর,আক্কেলপুর ও বদরগঞ্জ উপজেলার মধুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-দর্শনা ভূরারঘাট দূর্গাপুর মহালটারির মৃত কছি উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য মোবারক আলী (৬২) ও আক্কেলপুর গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে এনামুল হক (৩৫) এবং বদরগঞ্জ উপজেলার মধুপুরের ব্যবসায়ী মোশারফ হোসেন।
দর্শনা এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো কৃষক এনামুল হক সকালে তার কৃষি জমিতে কাজ করতে গেলে আজ সকাল সাড়ে ১১টার সময় বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাতে তিনি মারা যান। একই সময়ে মোবারক আলীও বজ্রপাতে মারা গেছেন বলে জানান স্থানীয়রা।
এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি রোকুনুজ্জামান।
তিনি জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।