মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরের কাউনিয়ায় বজ্রপাতে জাহাঙ্গীর আলম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিজ সবজির জমি পরিচর্যার সময় শুক্রবার দুপুরে বজ্রপাতে তিনি নিহত হন।
কাউনিয়ার বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কাউনিয়া হলদিবাড়ি রেলগেট এলাকায় নিজ সবজির জমির পরিচর্যা করছিলেন জাহাঙ্গীর আলম। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ সেখানে বজ্রপাত হলে নিহত হয় জাহাঙ্গীর আলম। তিনি হলদি বাড়ি গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন। তার শ্বশুরের নাম আজিজুল ইসলাম। সেখান থেকে তিনি টিউশনি ছাড়াও সবজির চাষ করতেন। তার গ্রামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দিতে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।