
মোঃ সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি, রংপুর : রংপুরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ ডিসেম্বর বুধবার বিকেল ৩ টায় রংপুর গ্রন্থাগারের সামনে অবস্থিত সাহিত্য মঞ্চে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রংপুর জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা কমিটির সভাপতি ডা. মফিজুল ইসলাম মান্টুর সভাপতিত্বে সহ সাধারণ সম্পাদক মানিক সরকার মানিকের সঞ্চালনায় অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির। এ ছাড়াও বক্তব্য রাখেন জননেতা কমরেড মোহাম্মদ আফজাল, শাহাদত হোসেন, মুশফিকা রাজ্জাক, রকিবুল হাসান রকেটসহ মহানগর ও জেলা নেতৃবৃন্দ। নেতারা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিদিত হয়ে বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার লক্ষে ধর্মীয় রাজনীতি বন্ধে সভায় দাবি তুলে ধরেন। সেইসাথে একাত্তরের ঘাতকদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেন।