মো. সাইফুল্লাহ খাঁন,জেলাপ্রতিনিধি,রংপুর :
র্যাব-১৩, রংপুর এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার ২৯ জুলাই ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গংগাচড়া থানাধীন পশ্চিম মহিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪৭৩বোতল ফেন্সিডিল, ১০.৭ কেজি গাঁজা, একটি প্রাইভেট কার, এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৬০০ টাকাসহ মাদক ব্যবসায়ী মোঃ বিপুল (৫৩) কে গ্রেফতার করেন।
গ্রেফতার মাদক ব্যবসায়ী বিপুল রংপুর মহানগরীর কোতোয়ালী থানাধীন সিও বাজার কেল্লাবন্দ এলাকার বাসিন্দা মোঃ মাহাবুবার রহমানের পুত্র।
জানা যায়, মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল লালমনিরহাট জেলার বিভিন্ন সীমান্ত এলাকার বড় বড় মাদক ব্যবসায়ীর নিকট থেকে পাইকারী কিনে প্রাইভেট কারে বহন করে লালমনিরহাট এবং রংপুর জেলায় বিক্রয় করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।