মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : ২৬ আগস্ট ফুলবাড়ী দিবসে সকাল ৮ টায় রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিক অধিকার আন্দোলন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এরপর সেখানে ফুলবাড়ী আন্দোলনের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও সংগঠনের আহবায়ক পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সবুজ রায়,সবুজ হাসান সাগর,আব্দুল জব্বার প্রমুখ। সংক্ষিপ্ত সমাবেশে পলাশ কান্তি নাগ বলেন, ২০০৬ সালের আজকের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লাখনি তথা পরিবেশ বিধ্বংসী তৎপরতার বিরুদ্ধে ফুলবাড়ীর লাখো জনতার গণঅভ্যুত্থান ঘটেছিল। প্রাণ-প্রকৃতি ও নিজেদের বসতভিটা, কৃষি, সংস্কৃতি রক্ষার জন্য ফুলবাড়ীর জনগণের যে জাগরণ তা ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় সম্পদ রক্ষাসহ যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে দিশা হিসেবে কাজ করবে। বহুজাতিক বেনিয়া এশিয়া এনার্জি কোম্পানীর সাথে বাংলাদেশ সরকার যে চুক্তি করেছিল তার বৈশিষ্ট্য এতটাই অসামঞ্জস্য ছিল যে কোম্পানি পাবে উৎপাদিত কয়লার ৯৪ ভাগ আর বাংলাদেশ পাবে মাত্র ৬ ভাগ! এই অবিশ্বাস্য অন্যায্য চুক্তি বাতিলসহ ফুলবাড়ীর জনতার পক্ষ থেকে ৬ দফা দাবি তুলে ধরা হয়। আজও সেই সাত দফা চুক্তি বাস্তবায়ন হয়নি। প্রাণ প্রকৃতি ও বাংলাদেশ বিধবংসী সকল প্রকল্প-তৎপরতা বন্ধ করতে হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।