সাইফুল্লাহ খাঁন, রংপুর:
সোশ্যাল মিডিয়াভিত্তিক প্লাটফর্ম "প্রিয় চেংমারী" এর উদ্যোগে রংপুরের গংগাচড়া উপজেলার ৪নং গংগাচড়া ইউনিয়নের চেংমারী এলাকায় আব্দুর রশিদ স্মৃতি পাঠাগারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
আজ (১লা জানুয়ারি) সোমবার সকাল ১০ টায় চেংমারী মান্দ্রাইন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে এই পাঠাগার উদ্বোধন করেন বিদ্যালয়টির নব-নির্বাচিত প্রধান শিক্ষিকা আফরোজা আক্তার লিপি।
এ সময় উপস্থিত ছিলেন, প্রিয় চেংমারীর প্ল্যাটফর্মের উদ্যোক্তা মাহমুদুল হাসান স্বপন, অন্যান্য সমম্বয়কদের মধ্যে আব্দুর রহিম, মেহেদী হাসান মন, শাকিল খান। এছাড়াও কামরুজ্জামান কাওছার, রাব্বি হাসান রনি,ইলিয়াস হোসাইন,সজীব আহমেদ,সিয়াম আহমেদ,আমানুর রহমান,নুরুজ্জামান,আকাশ মাহমুদ,মাহমুদুল হাসান মুকিত,সোহাগসহ এক ঝাঁক বইপ্রেমিক উপস্থিত ছিলেন।
ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আসক্তি এড়াতে এলাকার কিশোর ও তরুণদের বইমুখী করা, তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করা ও নৈতিক শিক্ষা-সুষ্ঠু সাংস্কৃতিবোধ জাগ্রত করার লক্ষ্যে আব্দুর রশিদ স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন এলাকার বইপ্রেমিকরা।
প্রয়াত আব্দুর রশিদ ছিলেন তালুক হাবু বিএম কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ। এছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্ব, নাট্যকার, লেখক ও বিভিন্ন সামাজিক সংগঠনের পৃষ্ঠপোষক। তিনি তার জীবদ্দশায় বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও জনহিতকর কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে গেছেন। তার এই অবদান চিরস্মরণীয় করে রাখার জন্য এলাকার সচেতন ছাত্র ও যুব সমাজ সিদ্ধান্ত নেন পাঠাগারটির নাম হবে ' আব্দুর রশিদ স্মৃতি পাঠাগার'।
অনুষ্ঠানের বক্তারা পাঠাগারের স্থাপনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
প্রসঙ্গত, "প্রিয় চেংমারী" সোশ্যাল মিডিয়াভিত্তিক প্লাটফর্মটি বিগত কয়েক বছর ধরে চেংমারী নামক গ্রামটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা,সুস্থ ধারার বিনোদন চর্চা, স্কিল ডেভলাপমেন্ট, তরুণদের উচ্চশিক্ষার জন্য পরামর্শ ও সহযোগিতাসহ রক্তদান এবং জনহিতকর বিভিন্ন কর্মসূচি নিঃস্বার্থভাবে পালন করছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।