মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরে পৃথক দুর্ঘটনায় সেনাসদস্যসহ দুই জন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছেন। বুধবার সকালে নগরীর কেরানীরহাট ও তারাগঞ্জে এই দুর্ঘটনা ঘটে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেরামত আলী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রী বোঝাই বাসকে বুধবার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার খুনিয়ার দোলা এলাকায় ভাই ভাই পরিবহণ নামের একটি ট্রাক অতিক্রম করার সময় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার রেজাউল করিম (৩৪) মারা যান। এ সময় বাসের দুই যাত্রী আহত হয়। রেজাউল রংপুরের পীরগঞ্জ উপজেলার জায়গীর সুটিবাড়ি এলাকার বাসিন্দা। অন্যদিকে সকালে রংপুর মহানগরীর কেরানিপাড়ায় সেনাবাহিনীর একটি গাড়ি রাস্তার পাশে পড়ে যায়। এতে তরিকুল ইসলাম নামের এক সেনা সদস্য নিহত হয় এবং ৩ জন আহত হন। আহত ব্যক্তিরা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।