মোঃ সাইফুল্লাহ খাঁন,জেলা প্রতিনিধি রংপুর : রংপুরের হারাগাছের চর চতরা এলাকায় রাস্তা পার হবার সময় বালু বোঝাই ট্রাকের চাপায় আরিফুল ইসলাম নামের এক কলেজছাত্র নিহত হয়েছন। নিহত আরিফুল চর চতরা এলাকার আব্বাছ উদ্দিনের ছেলে। সে রংপুর কারমাইকেল কলেজের অর্নাসের ২য় বর্ষের ছাত্র ছিল। রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আলতাব হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কলেজে যাবার উদ্দেশে বাড়ি থেকে হয় আরিফুল। রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে বালু বোঝাই ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে বলে জানান তারা। অন্যদিকে, রংপুরের কাউনিয়া থানার মধুপুর এলাকায় রাস্তার পাশে খেলা করার সময় থ্রী-হুইলারে ধাক্কায় রাজিনা নামে ৪ বছরের এক শিশু নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
কাউনিয়া থানার ওসি জানান,আজ দুপুরে বাসার সামনে আরজিনা খেলা করছিলো। হঠাৎ থ্রী-হুইলার পাশ দিয়ে যাবার সময় তাকে ধাক্কা দেয়। এসময় এলাকাবাসী আরজিনাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী রংপুর কাউনিয়া মহাসড়ক অবরোধ করে রাখলে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।