মোঃ সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি, রংপুর: রংপুরের গঙ্গাচড়া উপজেলার গান্নাপাড় এলাকার আমিনুল ইসলামের ছেলে শাহ্ পরান (২৮) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামি হাতকড়া পরিহিত অবস্থায় পুলিশ ভ্যান থেকে পালিয়ে গেছে। গতকাল ২৩ ডিসেম্বর সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয়েছে। বর্তমানে পুলিশ তাকে দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, শাহ্ পরান ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে গরু চুরিসহ বিভিন্ন সময়ে অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গঙ্গাচড়া থানায় একাধিক মামলা রয়েছে। শাহ্ পরানের পালিয়ে যাওয়া সম্পর্কে তিনি বলেন, গত সোমবার দিবাগত রাতে এসআই শাহাজাহান ও আব্দুস সালাম অভিযান চালিয়ে গঙ্গাচড়ার গান্নারপাড় থেকে তাকে গ্রেফতার করেন। সেখান থেকে পুলিশ ভ্যানে করে থানায় নেয়ার পথে কৌশলে হাতকড়াসহ সে পালিয়ে যায়। এঘটনায় গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।