মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর>>
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে তাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে মাদক সেবনের অভিযোগে আটকের পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় থানা ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। নিহত তাজুল ইসলাম কাউনিয়া উপজেলার হারাগাছ থানার দালালহাট নয়াটারি গ্রামের মৃত শওকত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা পুলিশ সন্ধ্যার পর হারাগাছ পৌর এলাকার নতুন বাজার বছি বানিয়ার তেপথি মোড়ে অভিযানে যায়। এসময় তাজুল ইসলামকে মাদকসহ আটকের পর মারধরের এক পর্যায়ে পুলিশ রাইফেলের বাট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুহুর্তেই ছড়িয়ে পড়ে মৃত্যুর খবর। উত্তেজিত এলাকাবাসী থানা ঘেরাও করলে ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের টিয়ার শেলের আঘাতে সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় হারাগাছ থানাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করে।
এ বিষয়ে নগরীর হারাগাছ থানার ওসি শওকত আলী সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আলতাব হোসেন জানান, পিটিয়ে হত্যার অভিযোগটি সত্য নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।