মো. সাইফুল্লাহ্ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, গ্রেফতার হওয়া শ্রমিক নেতৃবৃন্দের নিঃশর্তে মুক্তি প্রদান, পাটকল আধুনিকীকরণ ও সরকারি পাটকল বন্ধের প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলা শাখা। বৃহস্পতিবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জোটের রংপুর জেলার সমন্বয়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ(মার্কসবাদী) রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, সিপিবি রংপুর জেলার সাধারণ সম্পাদক কমরেড শাহীন রহমান প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, এদেশ চোর, ডাকাত, ঋণখেলাপী, ধর্ষকদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সরকার তাদের গ্রেফতার করতে পারেনা, করলেও জামিনে তারা সহজেই মুক্তি পায়। আর জনগণের ন্যায্য দাবিতে গড়ে ওঠা গণতান্ত্রিক আন্দোলনে গ্রেফতারকৃত নেতাদের জামিন হয় না। সমাবেশ থেকে অবিলম্বে নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।