মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : বেকার সমস্যা দূর করতে সরকারের পাইলট প্রকল্প 'ন্যাশনাল সার্ভিস' কর্মসূচিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ । এতে ন্যাশনাল সার্ভিসে প্রশিক্ষিত ২ লাখ ৩৮ হাজারেরও বেশি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার ঘোষিত ভিশন-২০২১ ও ২০৪১ বাস্তবায়নে বেকার সমস্যা দূরীকরণে ২০০৯ সালে ন্যাশনাল সার্ভিস পাইলট প্রকল্প চালু হয়। প্রকল্পের আওতায় দেশের ৩৭ জেলার ১শ’২৮টি উপজেলাতে প্রায় ২ লাখ ৩৮ হাজার শিক্ষিত বেকার যুবক ও যুব নারীদের নিয়োগ দেওয়া হয়। শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা, মৎস্য, যুব উন্নয়ন অধিদপ্তর, প্রাণিসম্পদ ও পুলিশে বিভিন্ন গ্রেডে যোগদান করে প্রশিক্ষিতরা।
এক ভুক্তভোগীরা বলেন, অন্য চাকরির আশা ছেড়ে ন্যাশনাল সার্ভিসে যোগ দিয়েছিলাম। কিন্তু দুই বছর পর প্রকল্পটি বন্ধ হয়ে যায়। এতে প্রকল্পের ২ লাখ ৩৮ হাজার কর্মচারী বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। ইতোমধ্যে অনেকের চাকরির বয়সসীমা শেষ হয়েছে। এখন শিক্ষিত বেকারের অভিশপ্ত তকমা লাগিয়ে দিন কাটছে যা দেশের উন্নয়ন অগ্রগতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য হুমকি। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের সভাপতি আতিক হাসান রাজা, সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক আবু জাফর শামীম, আব্দুল মজিদ, সদস্য সোহাগী আকতার, জহুরুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা অবিলম্বে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণ, বেতন ভাতা বৃদ্ধি, কমিশন গঠন, শূন্যপদে ন্যাশনাল সার্ভিসের কর্মীদের নিয়োগ প্রদান, অষ্টম পর্ব মেয়াদ শেষ হওয়া সকলের চাকরিতে পুনর্বহাল, ন্যাশনাল সার্ভিস প্রকল্প কর্মসূচি জাতীয়করণ এবং সকল কর্মীদের জীবন-জীবিকার দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণের দাবি জানান। সমাবেশ শেষে রংপুর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে পরিষদের নেতারা। এতে রংপুর বিভাগের বিভিন্ন উপজেলার কর্মীরাসহ পরিষদের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।