মোঃ সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি, রংপুর:
অবশেষে খোঁজাখুঁজির একদিন পর পীরগঞ্জ উপজেলার কাবিলপুরের নিখোঁজ মাদ্রাসা ছাত্র এজাজুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ১৮নভেম্বর সোমবার দুপুরে স্থানীয় ফরিদপুর হাফিজিয়া মাদ্রাসার নিকটবর্তী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আজিজুল ওই মাদ্রাসার হেফজো বিভাগের ছাত্র বলে জানা গেছে। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরেশ চন্দ্র।তিনি ক্রাইম পেট্রোল ২৪. কম কে জানান গত রোববার পীরগঞ্জের কাবিলপুর ইউনিয়নের ফরিদপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হয়ে যায় এজাজুল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরেও সন্ধান মিলেনি তার। অবশেষে একদিন পর, সোমবার দুপুরে মাদ্রাসার পাশের নদীতে লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করেন। পরে মরদেহটি শনাক্ত করেছেন এজাজুলের পরিবারের লোকজন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।