মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : ৪৯’তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখা’র উদ্যোগে সূর্যোদয় ক্ষণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বেলা ১১ টায় নগরীর বঙ্গবন্ধু চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখা’র সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাড. মোঃ রেজাউল করিম রাজু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. ইলিয়াছ আহমেদ, জয়নাল আবেদিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ আলী বাবুল, মোতাহার হোসেন মন্ডল মওলা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল ইসলাম, আবু তালহা বিপ্লব, জাসেম বিন হোসেন জুম্মন, আইন বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান জিয়া, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বকসি, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান তুহিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক তাজুল ইসলাম,প্রচার সম্পাদক লতিফা শওকত,দপ্তর সম্পাদক আমিন সরকার,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সজীব প্রামাণিক,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবু সাঈদ সুমন,যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম মোস্তফা মনি,শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ফকরুল হাসান লিউ,শিল্প ও বাণিজ্য সম্পাদক এটিএম ফারুকুল ইসলাম,শ্রম সম্পাদক গাহারুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক আতিক উল আলম কল্লোল,স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক এরশাদুল রঞ্জু,উপ দপ্তর সম্পাদক জিন্নাত হোসেন লাভলু,উপ প্রচার সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান, কোষাধ্যক্ষ মোজতোবা হাসান রিপন,সদস্য রাফি, মওদুদ, লুনা প্রমুখ। এদিকে বাদ মাগরিব রংপুর জিলা স্কুল অডিটোরিয়ামে রংপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনসি এমপি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।