মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরে নর্দান প্রাইভেট মেডিকেল কলেজে পড়াশুনা শেষ করে ইন্টর্নশীপ পাওয়ার কথা থাকলেও প্রায় ১১ মাস অতিবাহিত হয়ে গেলেও ইন্টার্নশীপ পাচ্ছে না শিক্ষার্থীরা। এতে করে হতাশায় পড়েছেন ওই শিক্ষার্থীরাসহ তাদের পরিবার। কলেজটির প্রায় ৬০-৭০ জন ছাত্রছাত্রী তাদের এ অভিযোগের কথা সাংবাদিকদের কাছে প্রকাশ করেন। আজ দুপুরে শিক্ষার্থীরা এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মেডিকেল কর্তৃপক্ষকে দায়ী করে সুষ্ঠু বিচারের দাবিতে মানব্বন্ধন সমাবেশ করেছে।
মানব্বন্ধনে বক্তারা বলেন, নর্দান মেডিকেল কলেজের ইন্টার্নশীপ না পাওয়ায় তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর নেপথ্যে মদদদাতা ও মূল হোতাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তারা। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।