মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঠাঁকুরপাড়ায় পাটক্ষেতে ছাগল ঢুকার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিবারন রায় (৪৫) নামের এক কৃষককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত কৃষ্ণ রায় ও তার স্ত্রী কল্পনা রানী পলাতক রয়েছেন। শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে গঙ্গাচড়ার ঠাঁকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ঠাঁকুরপাড়ায় আকিজ গ্রুপের একটি ক্ষেতে ঢুকে পাট নষ্ট করে কৃষক নিবারন রায়ের ছাগল। এ নিয়ে আকিজ গ্রুপের কেয়ারটেকার কৃষ্ণ রায় ও তার স্ত্রী কল্পনা রানী ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে নিবারনের ছেলে সন্তোষ রায়কে ছুরিকাঘাত করেন কৃষ্ণ রায়। এ সময় নিবারন বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মাটিতে ফেলে গলাটিপে শ্বাসরোধে হত্যা করেন।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে জানিয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, অভিযুক্ত কৃষ্ণ রায় ও তার স্ত্রী কল্পনা রানী পলাতক। মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।