মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর >>
রংপুরে দায়িত্ব পালনকালে (ডিউটিরত অবস্থায়) আশরাফুল আলম (৪০) নামে এক পুলিশ কনস্টেবল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। রংপুুুর মেট্রোপলিটন পুলিশে (আরপিএমপিতে) কনস্টেবল পদে চাকরিতে ছিলেন আশরাফুল আলম। তিনি ২০০১ সালের জানুয়ারিতে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। মঙ্গলবার (২২ জুন) রাতে প্রতিদিনের মত দায়িত্ব পালনকালে নগরের নিউ ইঞ্জিনিয়ারপাড়ায় গাড়িতে থাকাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে রংপুুুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি থানার পরিদর্শক (এসআই) মজনু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আশরাফুল আলম রংপুুুর নগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুনায়। তার বাবা মরহুম হাজী আফজাল হোসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী আবিদা সুলতানা আইরিন, এক ছেলে আরিফুজ্জামান উৎসকেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারের পাশাপাশি পুলিশ বিভাগে শোকের ছায়া নেমেছে। আশরাফুল আলম এসএসসি পাস করে ২০০১ সালের ২ জানুয়ারিতে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করে। তিনি শুরুতে ঢাকার গাজীপুরে অটো ডিজেল মেকানিক ফোর্সে প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর বিভিন্ন সময়ে কুড়িগ্রাম জেলা, বান্দরবান পার্বত্য জেলা, রংপুুুর জেলা এবং ট্যুরিস্ট পুলিশে ছিলেন। তিনি ২০১৮ সালে রংপুুুর মেট্রোপলিটন পুলিশে সংযুক্ত হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতেই রংপুরে তার প্রথম জানাজার নামাজ শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়। বুধবার সকাল সাড়ে ১১টায় গ্রামের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধায় জানাজা শেষে সেখানে তার দাফনকার্য সম্পন্ন করা হবে। এদিকে মৃত্যুর সংবাদ শুনে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যান রংপুুুর মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। তার অকাল মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।