মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : কার্যালয়ে নিরাপদে থেকেও কর্মকর্তারা পাচ্ছেন ঝুঁকি ভাতা! আর মাঠে ঝুঁকি নিয়ে কাজ করেও সামান্য অর্থ বরাদ্দ থেকে বঞ্চিত এই পরিচ্ছন্ন কর্মীরা। এছাড়াও তারা বছর শেষে পাচ্ছে না ঝুঁকি ভাতা। আজ বৃহস্পতিবার সকালে রংপুর সিটি কর্পোরেশন প্রধান ফটকে করোনাকালীন ঝুঁকি ভাতার দাবিতে পরিচ্ছন্ন কর্মীরা অবস্থান ধর্মঘট করে। এসময় নগরজুড়ে আবর্জনা স্তূপ পড়ে থাকতে দেখা গেছে।
উলেখ্য, ছয়শ কর্মীর জনপ্রতি পাঁচশ টাকা করে করোনার ঝুঁকি ভাতা নির্ধারণ করে রসিক কর্তৃপক্ষ। এ ঘটনায় ফুঁসে উঠে পরিচ্ছন্ন বিভাগের কাজে নিয়োজিত কর্মীরা। তাদের দাবি, স্বাস্থ্যসহ অন্যান্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা দু-দফায় ঝুঁকি ভাতা উত্তোলন করলেও মাঠ পর্যায়ে নগর পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত হরিজন সদস্যরা এখনো কোনো ঝুঁকি ভাতা পায়নি। পরে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে পরিচ্ছন্ন কর্মীরা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।