মো. সাইফুল্লাহ্ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : "মুজিব বর্ষের শপথ- সড়ক করবো নিরাপদ” এই শ্লোগানকে সামনে রেখে রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসন, সড়ক ও জনপদ অধিদপ্তর, বিআরটিএ -এর যৌথ আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মধু সদন, সড়ক ও জনপথ বিভাগ রংপুরের নির্বাহী প্রকৌশলী এ কে এম শফিকুজ্জামান, বিআরটিএ (ইঞ্জিন) আশরাফুজ্জামান, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) ইমরুল কায়েস ফরহাদ, রংপুর চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেণ্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, রংপুর জেলা মটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজু, রংপুর জেলা ট্রাক সমিতির সহ-সভাপতি আশরাফুল ইসলাম, নিরাপদ সড়ক চাই রংপুরের সভাপতি সাজ্জাদ হায়দার স্বাধীন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরটিএ রংপুরের পরিদর্শক নুর সাফা। বক্তারা সকলে সব বিভাগের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সড়ক নিরাপদ করার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় জেলা প্রশাসক জনগণের জন্য নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সবাইকে একসঙ্গে কাজ করার এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। সভায় বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।