মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : 'বিচারহীনতা-নিপীড়ন-ধর্ষণ- সাম্প্রদায়িক হত্যা রুখে দাঁড়ায়ও ছাত্র-জনতা' এই শ্লোগানকে সামনে রেখে ১৫ নভেম্বর রবিবার বেলা ১২টার দিকে রংপুর টাউন হল চত্বরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের ৩২তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের সভাপতি ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে সম্মেলনটির উদ্বোধন করেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক ড.শাশ্বত ভট্টাচার্য। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মেহেদী হাসান নোবেল,ধর্ষণ বিরোধী আন্দোলনের নেতা আসমানী আশা, রংপুর জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রাতুজ্জামান রাতুল, কারমাইকেল কলেজ ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মির্জা মেহেদী সৌরভ প্রমুখ। সম্মেলনে বক্তারা শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একই ধারার গণমুখী বিজ্ঞানভিত্তিক অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা চালুর দাবি জানান। পাশাপাশি লালমনিরহাটের বুড়িমারীতে ধর্ম অবমাননার মিথ্যা গুজব ছড়িয়ে নৃশংসভাবে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে-পুড়িয়ে হত্যার বিচারসহ সারা দেশে সংঘটিত ধর্ষণ,গুম,খুন,সাম্প্রদায়িক হত্যার বিচারেরও জোর দাবি জানান তারা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে টাউন হল চত্বর থেকে একটি মিছিল রংপুর মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল রুমে কাউন্সিল অধিবেশনে মিলিত হয়। পরে কাউন্সিল অধিবেশনে আবু সালেহ সিহাবকে সভাপতি এবং আশিষ সরকারকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।