মোঃ সাইফুল্লাহ খাঁন,জেলা প্রতিনিধি,রংপুর: ডাকসুর ভিপি নুরসহ ছাত্র অধিকার আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ও মুক্তিযোদ্ধা মঞ্চকে নিষিদ্ধ করে অভিযুক্ত সকলকে গ্রেফতারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্র ইউনিয়নের ওই বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। এসময় হামলাকারীরা বিক্ষোভকারীদের ব্যানার ও ফেস্টুন ছিনিয়ে নিয়ে ছাত্রদের এ সমাবেশ পণ্ড করে দিয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ ২৩ ডিসেম্বর সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এঘটনা ঘটে। পুলিশ জানায়, ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে আশে পাশের এলাকা প্রদক্ষিণ করে। এসময় তারা ডাকসু ভিপিসহ নেতাকর্মীদের ওপর হামলাকারী ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা মঞ্চের নেতাকর্মীদের দায়ী করে তাদের গ্রেফতার দাবিসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেয়। বিক্ষোভ মিছিল শেষে তারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার জন্য সমবেত হয়। এসময় ছাত্রলীগ ও যুবলীগের নামধারী কয়েকজন যুবক মিছিল সমাবেশে ভারতের দালাল বলা ও সরকারবিরোধী কোন বক্তব্য দেয়া যাবে না বলে সমাবেশে বাধা দেয়। এ সময় ছাত্র অধিকার আন্দোলনের নেতাকর্মীরা প্রতিবাদ করলে উভয়পক্ষে বাকবিতণ্ডা শুরু হয়। পরে ওই যুবকদের সঙ্গে আরও কয়েকজন যোগ দিয়ে ছাত্র অধিকার আন্দোলনের কর্মীদের হাতে থাকা ব্যানার কেড়ে নিয়ে তাদের প্রেসক্লাব এলাকা ছেড়ে চলে যাবার জন্য গালাগালি ও ধাক্কাধাক্কি শুরু করে। তাদের মারপিটে ছাত্র অধিকার আন্দোলনের ৫ কর্মী আহত হয়। এক পর্যায়ে তারা মানববন্ধন পণ্ড করে দেয়। ফলে বাধ্য হয়ে মানববন্ধনকারীরা প্রেসক্লাব এলাকা ছেড়ে চলে যায়।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ছাত্র অধিকার আন্দোলন রংপুর বিভাগীয় সমন্বয়কারী হানিফ খান বলেন, আমরা ডাকসুর ভিপিসহ আমাদের সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও মানববন্ধন করতে পারলাম না। আমাদের ব্যানার ছিনিয়ে নিয়ে গায়ের জোরে আমাদের ওপর হামলা করে সরিয়ে দেয়া হলো। কিন্তু এভাবে আর কতদিন গায়ের জোরে দেখাবে তারা। এ ব্যাপারে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মমিনের কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।