মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে নবজাতক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাপ্ত তথ্যে জানা গেছে, রংপুর নগরীর মাহিগন্জ রথবাড়ী সড়কের বাসিন্দা জীবন কান্তি নাগের গর্ভবতী স্ত্রী স্কুল শিক্ষিকা সুমনা নাগকে গত ২৯ ডিসেম্বর'২০ রাত আনুমানিক ১২ টার ডেলিভারীর উদ্দেশ্যে ধাপ শ্যামলী লেনস্থ উত্তরা ক্লিনিকে গাইনী বিশেষজ্ঞ ডাঃ জিনিয়া আফরিনের অধীনে ভর্তি করে। গর্ভবতী সুমনা প্রসব বেদনায় ছটফট করলেও চিকিৎসক কিংবা ক্লিনিক কর্তৃপক্ষ সেসময় বিষয়টিকে ভ্রুক্ষেপ করেনি। বরং তারা নানা অজুহাতে ডেলিভারী করতে কালক্ষেপন করে। এরপর বেলা ১১.৪৫ মিনিটে গর্ভবতী সুমনার ডেলিভারীর ব্যবস্থা করে এবং একটি কন্যা সন্তান ভুমিষ্ঠ হয়। পানি শুন্যতার কারণে রাত ১০ টায় নবজাতক শিশুটির মৃত্যু ঘটে।
জীবন কান্তি নাগ জানান,চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে শিশুটির মৃত্যু ঘটেছে। সঠিক সময়ে ডেলিভারীর ব্যবস্থা করলে এই করুণ পরণতি ঘটতো না। এ বিষয়ে তিনি যথাযথ তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে রংপুরের সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষ বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।