রংপুর ব্যুরো :
শিক্ষকদের কাছ থেকে ঘু'ষের টাকা নেওয়ার সময় রংপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শহিদুল ইসলাম সরকারকে হাতেনাতে আ'টক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৭ অক্টোবর) দুপুরে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বিষয়টি নিশ্চিত করে হোসাইন শরীফ জানান, বিভিন্ন কাজের জন্য দীর্ঘদিন ধরে শিক্ষকদের কাছ থেকে অ'নৈতিক সুবিধা আদায় করছিলেন শহিদুল ইসলাম সরকার। কয়েকজন শিক্ষকের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নির্দেশে সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান পরিচালিত হয়। এসময় শহিদুলের কাছ থেকে ঘুষের নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, শহিদুলকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের জিম্মায় দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য দুদকের প্রধান কার্যালয়ে কাগজপত্র পাঠানো হয়েছে। অনুমোদন পেলে মামলা দায়ের করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।