মোঃ সাইফুল্লাহ্ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া (ভ্যারকারপাড়া) গ্রামে গৃহবধূকে ধর্ষণের মামলায় রেজোয়ান আলী নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (০৮ নভেম্বর) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় দেন। এছাড়া এক লাখ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক। রায় ঘোষণার সময় অভিযুক্ত রেজোয়ান আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামীর বাড়িতে ছিলেন না। তিনি জীবিকা নির্বাহের জন্য ঢাকায় রিকশা চালানোর কাজে গেলে দেড় বছরের ছেলে সন্তানকে নিয়ে বাড়িতে থাকতেন গৃহবধূ। ২০০৪ সালের ২ মার্চ রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন গৃহবধূ। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের মনজুল মিয়ার ছেলে রেজোয়ান আলী তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে রেজোয়ান পালিয়ে যান। এ ঘটনার পরদিন ৩ মার্চ রেজোয়ানকে আসামি করে বদরগঞ্জ থানায় ধর্ষণের মামলা করেন গৃহবধূ। দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় ধরে মামলাটি আদালতে বিচারাধীন থাকার পর আজ রোববার রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, রায় ঘোষণার দিনে আসামি পলাতক ছিলেন। তার অনুপস্থিতিতে বিচারক এ দণ্ডাদেশ দেন। অনেক দেরিতে হলেও আসামির যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। এ রায়ে আমরা সন্তুষ্ট।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।